বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা এক বাড়িতে চুরি হয়েছে। চোরেরা বাড়িতে প্রবেশ করে বারান্দার তালা ভেঙে ঘরে ঢুকে ১ লাখ ১৩ হাজার টাকা ২ ভরি ওজনের গহনাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ৯ টায় আদমদীঘি উপজেলার সালগ্রাম পূর্বপাড়ার আব্দুল জলিলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সালগ্রাম পূর্বপাড়ার বাড়ির মালিক আব্দুল জলিল জানায়, আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ৭ টায় তিনি ও তার স্ত্রী বুলবুলি বেগম বাড়ির বারান্দা ও সদর দরজায় পৃথক দুটি তালা দিয়ে তারা গ্রামের পাশে জমিতে মরিচ তুলতে যান। মরিচ তোলা শেষে আজ মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১ টায় বাড়ি ফিরে সদর দরজার তালা খুলে ভিতরে ঢুকে দেখেন বারান্দার তালা ভাঙ্গা। এরপর ঘরে প্রবেশ করে দেখতে পান চোরেরা ড্রেসিং টেবিলের দেরাজ ভেঙ্গে ১লাখ ১৩ হাজার টাকা, দুই ভরি ওজনের সোনার গহনা ও একটি মোবাইল ফোনসহ চুরি করে নিয়ে যায়।
থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক প্রদীপ কুমার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে।
১ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে