বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি ক্লাব ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ১২জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত রোববার (২ জুলাই) দিবাগত রাতে সান্তাহার পুরাতন মাছবাজার এলাকার সানফ্লাওয়ার ক্রীড়া ক্লাব ঘরের ভিতর থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার নিজাম উদ্দিনের ছেলে জামাল খান (৪৫), নাজিমুদ্দিনের ছেলে জাহেদ খান (৩০). বাবু সাখিদারের ছেলে রানা সাখিদার (৩৮). চুন্নু মিয়ার ছেলে সোহেল রানা (৩৫), মহসিন আলীর ছেলে উজ্জল (৩২). আব্দুল হামিদের ছেলে মিলন হোসেন (৩৫). গনি মন্ডলের ছেলে ফিরোজ (৩৫), এলেম খানের ছেলে আরিফুল ইসলাম (২৫), আতোয়ার রহমানের ছেলে নয়ন (৩২). হাদেস সরদারের ছেলে খলির সরদার (৩৮). মন্টু হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও কাজল মন্ডলের ছেলে সজিব মন্ডল (৩২)।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে আদমদীঘির সান্তাহার পুরাতন মাছবাজার এলাকায় অবস্থিত সানফ্লাওয়ার ক্রীড়া ক্লাব ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ফাঁড়ির টিএসআই মেহেদী হাসান ফোর্স-সহ ওই স্থানে অভিযান চালান। অভিযানে ক্লাব ঘরে জুয়া খেরার সময় উল্লেখিত ১২জন পেশাদারী জুয়াড়িকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ৫ হাজার ১০০ টাকা ও তিন সেট তাস উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনাচর্জ রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আজ সোমবার (৩জুলাই) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
১ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে