নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক ইসলামপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক

শেরপুরে প্রধান শিক্ষকের বাসায় রাখেন ল্যাপটপ, কাজে আসছে না শিক্ষার্থীদের




প্রযুক্তি ব্যবহার করে বড় পর্দায় (প্রজেক্টর) কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান, মনোযোগ আকর্ষণ ও সহজে পাঠ রপ্ত করানো এবং স্কুলের যাবতীয় তথ্য ই-প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষাদানের উদ্দেশ্যে সরকার পিইডিপি-৩ প্রকল্পের আওতায় ল্যাপটপ দিয়েছেন। বগুড়ার শেরপুর উপজেলায় দড়ি হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষার জন্য দেওয়া ল্যাপটপ বিতরণ করা হলেও তা শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। ল্যাপটপটি প্রধান শিক্ষক তার বাড়িতে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, শেরপুর উপজেলায় ১৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষার জন্য ল্যাপটপ, প্রজেক্টর, মডেম ও সিমসহ নেট চালানোর জন্য ডিভাইজ বিতরণ করা হয়েছে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় ২টি করে ল্যাপটপ দেওয়া হয়েছে। 

সরেজমিনে উপজেলায় দড়ি হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক আজমিরা খাতুন ল্যাপটপটি বাড়ীতে নিয়ে গেছেন এবং তার তার ছেলে ল্যাপটপটি ব্যবহার করছেন। পরে তাকে জিজ্ঞাসা করলে বাড়ী থেকে অফিস সহকারীকে দিয়ে ল্যাপটপটি নিয়ে আসেন। এছাড়াও বঙ্গবন্ধু কর্ণারে রাখা হয়েছে থালা-বাটি, এবং কিছু সংখ্যক বই। ¯িøপের টাকার প্রথম কিস্তি ২১ হাজার টাকা তুলেছেন। সেখানে নামমাত্র কাজ দেখিয়ে খরচ দেখানো হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা খাতুন সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ে আমি একটি ল্যাপটপ বরাদ্দ পেয়েছি। আমার ছেলেকে শেখানোর জন্য বাসায় রাখা হয়েছে। 

শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ল্যাপটপ ও প্রজেক্টর কখনো দেখেইনি। 

খিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৌরবী আক্তার মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার মতো সব ধরনের সরঞ্জাম নেই। সেখানে শুধু ল্যপটব বিতরণ করা হয়েছে। প্রধান শিক্ষক দাবি করেন, মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার মতো বিদ্যালয়ে উপযুক্ত কক্ষ নেই।  তাই ল্যাপটব আলমারিতে রাখা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রেজুলেশন করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ রাখতে বলা হয়েছে। তারপরও যদি কেউ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর