মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ আজ শনিবার শাজাহানপুর উপজেলাধীন জমাদার পুকুর (রুপিহার) নামক স্থানে বরিশাল হতে লালমনিরহাটগামী গোল্ডেন লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এই দূর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই রোকসানা বেগম (৩০) স্বামী- সজিব মিয়া, জেলা- বরিশাল, নিজ বাড়ি- গোবিন্দগঞ্জ) নিহত হয় এবং ১৪ জন যাত্রী আহত হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক চিকিৎসার জন্য শজিমেক হাসপতালে পাঠিয়ে দেন। আহতরা হলো রোমান (০৬) পিতাঃ নিশান, রামনগর, নাটোর, কাকলি (২১) পিতাঃ উজ্জ্বল, রামনগর, নাটোর, নিশি (২২) পিতাঃ ইলিয়াস কাঠালিয়া, বরিশাল, ইভা (২১) পিতাঃ ইলিয়াস কাঠালিয়া, বরিশাল, হাদী (২০) পিতাঃ হারুন, রাজবাড়ী, আরতি (৫০) পিতাঃ মনির কুমার সিংহ, বরিশাল, সুজন (৩০) পিতাঃ মুক্তারুজ্জামান কালীগঞ্জ লালমনিরহাট, রিয়া (২১) পিতাঃ দীপঙ্কর, লালমনিরহাট, মুন্নি (৩৫) পিতাঃ নাসির, নোয়াপাড়া কোতয়ালী, বরিশাল, হারুন অর রশীদ (৩৫) পিতাঃ অজ্ঞাত, রাজবাড়ী, ফজলুল হক (৭০) পিতাঃ শুকুর মাহমুদ, উলিপুর, সদর, বগুড়া, আব্দুস সবুর (২৪) পিতাঃ আব্দুল মালেক, শিকারপুর, বগুড়া, টুম্পা (২১) পিতাঃ জাহাঙ্গীর আলম, নুরানীর মোড়, সদর, বগুড়া এবং প্রবণ (২১) পিতাঃ কালিপদন, পারুলিয়া, রাজবাড়ী।(আহতদের মধ্যে ০৫ জনের অবস্থা আশঙ্কাজনক)
১ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ৩০ মিনিট আগে
৩ দিন ৩৪ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে