বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ আমিরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৫ আগষ্ট) গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিরুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার কালুসাকাটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, আদমদীঘি থানা পুলিশ প্রতিদিনের মতো রাত্রিকালীন রণপাহারা করছিল। মঙ্গলবার গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকায় পাকা রাস্তা দিয়ে এক যুবক হেঁটে যাবার সময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে একটি স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, তার নামে সাভার থানায় অপর একটি অস্ত্র আইনে মামলা ও কাহালু থানায় মাদক মামলা রয়েছে। আজ বুধবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।
১ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে