বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফরম থেকে আবুল কালাম আজাদ (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত মঙ্গলবার (১৫ আগষ্ট) দিবগাত রাত ১২ টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের ১ ও ২নং প্লাটফরমের ফুটওভার ব্রিজের সিড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে জয়পুরহাট জেলা সদরের পুরানাপুল খলিফাপাড়ার মৃত নাছির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় জিআরপি থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, আবুল কালাম আজাদ নামের ওই ব্যক্তিটি পারিবারিক কারনে তার সন্তানদের সাথে অভিমান করে চার মাস পূর্বে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি বিভিন্ন জায়গায় অবস্থান করতেন। গত মঙ্গলবার রাতে সান্তাহার স্টেশনে আসার পর ১ ও ২নং ফুটওভার ব্রিজের সিড়ির নিচে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাত ১২ টায় পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
১ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে