বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর হাসনাপাড়া স্পার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মহিদুল (৩৫) সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা গ্রামের মৃতঃ তাছির উদ্দিন এর ছেলে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২.৩০ ঘটিকায় সারিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক।
অভিযান শেষে তিনি বলেন, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন, যমুনা নদী থেকে বালু উত্তোলন করে সরকারী কাজেই ব্যবহার হচ্ছে। যে কাজটির অনুমোদন করা আছে পানি উন্নয়ন বোর্ড থেকে। তাদের কাজের অনুমতির কাগজ পত্র আমি দেখেছি৷ কিন্তু বালু উত্তোলন করতে উপজেলা প্রশাসনের কাছে কোনো অনুমোদন নেওয়া হয়নি। সে ব্যাপারে তাদের সতর্ক করে যথাযথ প্রক্রিয়া মেনে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
৫৩ মিনিট আগে
১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে