মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা প্রশাসন হাইকোর্টের নির্দেশে অবৈধ ও অনুমোদনহীন ইট ভাটা বন্ধে অভিযান শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাইম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ এলাকায় অবৈধ ও অনুমোদনবিহীন ইট ভাটা বন্ধ করতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং তিনটি অবৈধ ইটভাটা বন্ধ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে।
ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক হাইকোর্টের আদেশ বাস্তবায়নে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, বগুড়ার নির্দেশে উপজেলার সুজাবাদ এলাকায় মীর ব্রিকস এর আবু জাফর, বগুড়া ব্রিকস এর মোঃ জুয়েল এবং বদর ব্রিকস পরিচালনার দায়িত্বে থাকা মাহবুবুর রহমান বুলুসহ প্রত্যেককে তাদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করতে এসকল অবৈধ ও অনুমোদনবিহীন ইটভাটাসমূহের অবকাঠামো ভেংগে দেয়া হয়।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, মোঃ তামিম হাসান, মুন্তাসির মামুন মুন, এবং পরিদর্শক মুহাম্মদ মিকাইল হোসাইন উপস্থিত ছিলেন।
আদালতকে সহযোগতিা করেন বগুড়া এপিবিএন, জেলা পুলিশ বগুড়া এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ।
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ৩৬ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ৪৪ মিনিট আগে
৮ দিন ৪৫ মিনিট আগে