মোবাইল ব্যাংকিং এর উধাও হওয়া টাকা ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ব্যাপক সাফল্য পাওয়া সারিয়াকান্দি থানায় কর্মরত এস আই তপন কুমার ঘোষ। শুধু এখানেই থেমে নেই তিনি। রাত-দিন ছুটে চলেন, থানা এলাকার বিভিন্ন প্রান্তে। অপরাধ দমন, শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন মামলার রহস্য উন্মোচনেও তার অবদান অনন্য।
সাধারণ সেবা গ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা প্রদানে জনসাধারণের কাছে পর্যাপ্ত আস্থাভাজন এক নাম এস আই তপন কুমার। সম্প্রতি সারিয়াকান্দি উপজেলার ১৩ জন প্রার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সারিয়াকান্দি থানাধীন সারিয়াকান্দি পৌরসভা এলাকার ১৩ জন সহকারী শিক্ষকের ভেরিফিকেশন প্রতিবেদন দাখিলের দায়িত্ব এসআই তপন ঘোষের উপর অর্পণ করা হয়। সোমবার এস আই তপন ঘোষ ভেরিফিকেশনের জন্য ০৬ জন প্রার্থীর বাড়ীতে গিয়ে আবেদনকারীর প্রদত্ত তথ্যাদি সঠিক আছে কি না তা যাচাই করেন এবং তাদেরকে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগেও বিভিন্ন থানায় কর্মরত অবস্থায় তার এই কর্ম তৎপরতা ছিলো উল্লেখযোগ্য।
জানা যায়, সারিয়াকান্দি থানায় যোগদানের পরে তিনি জিডি মুলে গত ০৮ মাসে ২৬০ টি হারানো মোবাইল ও ৫,৫০,০০০/- টাকা উদ্ধার উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছেন।
বাংলদেশ পুলিশের এই উদ্যম উপ-পরিদর্শক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সমসাবাদ এলাকার মনিন্দ্র ঘোষের ছেলে। তিনি ২০০৪ সালে এস.এস.সি, ২০০৬ সালে এইচ.এস.সি, ২০১১ সালে স্নাতক ও ২০১২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এক সাক্ষাৎকারে এস আই তপন কুমার ঘোষ প্রতিবেদক কে বলেন, আমি সর্বদাই মানুষের সাথে ভালো ব্যবহার করি। সাধারন সেবা গ্রহীতাদের এমন সমস্যা গুলো খুব গুরুত্ব সহকারে দেখি। আমার উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি হারানো টাকা ও মোবাইল আসল মালিকের কাছে ফিরিয়ে দেয়ার চেষ্টা করি। এটা আমার দায়িত্ব ও কর্তব্য। তিনি আরও জানান, জনস্বার্থে আমি আগামীতেও এভাবেই কাজ করে যেতে চাই। আমি প্রমাণ করতে চাই বাংলাদেশ পুলিশের শ্লোগান, “পুলিশই জনতা, জনতাই পুলিশ”।
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ৩৬ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ৪৪ মিনিট আগে
৮ দিন ৪৫ মিনিট আগে