মুড়ির মোয়ার মধ্যে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ প্রিয়তোষ মজুমদার নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাব-৭। জব্দ মাদকের বাজারমূল্য ৩৬ লাখ টাকা।
রোববার (২১ মে) বিকেল পাঁচটায় কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক জব্দ ও পাচারকারীকে আটক করা হয়েছে। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে, এমন গোপন সংবাদ র্যাবের কাছে ছিল। সেই পরিপ্রেক্ষিতে রোববার (২১ মে) বিকাল পাঁচটায় কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়। পরে একটি যাত্রীবাহী বাসকে চেকপোস্টের দিকে আসতে দেখে থামানোর সংকেত দেয়া হয়। এ সময় গাড়ি থেকে নেমে এক ব্যক্তি শপিং ব্যাগ হাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তিনি আরও জানান, শপিং ব্যাগটি তল্লাশি করে মুড়ির মোয়ার ভিতরে বিশেষ কৌশলে রাখা ১২ হাজার পিস ইয়াবা জব্দসহ আসামি প্রিয়তোষ মজুমদারকে আটক করা হয়। সে বিভিন্ন কৌশল অনুসরণ করে কক্সবাজার থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করত। জব্দ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।
আটক আসামি এবং জব্দ মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে