৮এপ্রিল সোমবার বিকালে বাংলাদেশ রোভার স্কাউটস দিনাজপুর জেলা শাখার নবগঠিত নির্বাহী কমিটি রোভার স্কাউটস নির্বাহী কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দেবাশীষ চৌধুরী।উল্লেখ্য যে গত ৬মে দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ শাকিল আহমদের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের কাঞ্চন সম্মেলন কক্ষে বংলাদেশ রোভার স্কাউটস দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।নির্বাচনে ১৩টি উপজেলার ১২০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ও রোভার স্কাউটস লিডারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দিনাজপুর জেলা শাখার কমিশনার হিসেবে কারেন্ট হাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শাহরিয়ার জালাল উদ্দীন মজুমদার ও সম্পাদক হিসেবে মোঃ সাজ্জাদ হোসেন নির্বাচিত হয়।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দেবাশীষ চৌধুরী।
বাংলাদেশ রোভার স্কাউটস দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদকে নব গঠিত নির্বাহী কমিটির কমিশনার অধ্যক্ষ মোঃশাহরিয়ার জালাল উদ্দীন মজুমদার এর নেতৃত্বে সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,যুগ্ম সম্পাদক মোঃ ইফতেখারুল মামুন,কোষাধ্যক্ষ মোঃ আল মামুন,,জেলা রোভার স্কাউটস লিডার প্রতিনিধি রুমানা ফারজানা শাখী,মোঃ জহুরুল হক উপস্থিত ছিলেন।
যুব বয়সি ছেলেমেয়েদেরকে শারিরিক,মানষিক ও আধ্যাতিক বিকাশে এবং সেবার মানসিকতায় দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই রোভার স্কাউটস এর মুল লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান রোভার স্কাউটস দিনাজপুর জেলা শাখার নব নির্বাচিত নির্বাহী কমিটির কমিশনার অধ্যক্ষ শাহরিয়ার জালাল উদ্দীন মজুমদার।