হাইব্রীড ও চাটুকারদের ভীড়ে আওয়ামীলীগের দূর্দিনের রাজপথের লড়াকু সৈনিক মামলা,হামলার স্বীকার তৃনমূল পর্যায়ের অনেক ত্যাগী নেতাই আওয়ামীলীগের সুদিনে দল থেকে বঞ্চিত বলে মন্তব্য করেন দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য বাদকৃত সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ জেলা,শহর ও ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতাকর্মি।আজকে যেসব নেতাদের লাইম লাইটে দেখা যাচ্ছে তাদের অনেকেই আওয়ামীলীগের দূর্দিনে অস্তিত্বই ছিল না।অথচ আমরা ছাত্রজীবন থেকে ব্যক্তিগতজীবন ও কর্মময় জীবনের প্রতিটিক্ষেত্রেই আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারন করে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ ভূমিকা পালন করলেও আজ আওয়ামীলীগের সুদিনে আমাদের মতো নেতা কর্মীদের আর কোন মুল্যায়ন নেই।এখন সর্বত্র বিরাজ করছে চাটুকার আর হাইব্রীডদের।তাদের ভীড়ে আজ আমরা হয়ে গেছি মুল্যহীন।এলাকার উন্নয়ন ও গরীব দুখীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে প্রতিবাদী কন্ঠের কারনে হয়ে গেছি আজ আওয়ামীলীগের শত্রু।নীতিনির্ধারকরা আজকে যাদের আপন মনে করে কাছে টেনে নিয়েছে তাদের দ্বারা দলীয় ভাবমুর্তি কতটা সমুন্নত রয়েছে এবং থাকবে এটাই প্রশ্নবিদ্ধ।আজকে যারা দিনাজপুরে আওয়ামীলীগের সুচিন্তক বলে দাবী করে নিজেদের আধিপত্য বিস্তারে ত্যাগী নেতা কর্মীদের অমুল্যায়িত করছে তারা দলীয় স্বার্থের থেকে ব্যক্তিগত স্বার্থকেই হাসিল করতে বেশী বেতি ব্যস্ত থাকে।যা তৃনমুল পর্যায়ে নীতিনির্ধারকরা একটু তদন্ত করলেই বুঝতে পারবেন।
১ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
২৮ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
৩২ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
৪৭ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে