বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

দিনাজপুরে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন রেসিপ টার্মিনালের শুভ উদ্ভোধন

দিনাজপুরের খনিজ সম্পদ সমৃদ্ধ পার্বতীপুর উপজেলায় ভারত বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন রেসিপ টার্মিনালের ভার্চূয়ালি যুক্ত হয়ে উদ্ভোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১২সালে ভারত সরকারের প্রস্তাবে ২০১৮ সালের ১৮সেপ্টম্বর বাংলাদেশ ও ভারতের মধ‍্যে পাইপ লাইনে জ্বালানী সরবরাহের সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়।২০২২সালে রেসিপ টার্মিনালের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও একটু দেরীতে ২০২৩সালের ১৮ মার্চ বিকেল পাঁচটায় পার্বতীপুরের পেট্রোলিয়াম ডিপোতে পাইপ লাইনে জ্বলানি সরবরাহ কার্যক্রমের ভাচূয়ালি যুক্ত হয়ে উদ্ভধন করেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী।এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভারত থেকে বাংলাদেশে পাইপ লাইনে ডিজেল সরবরাহের ফলে কৃষি সেচে কৃষকরা সাশ্রয়ী মুল‍্যে জ্বালানি পাবে।এছাড়াও পরিবহন খরচ বিদ‍্যুত উৎপাদনে জ্বালানি খরচ ব‍্যয় অনেক হ্রাস পাবে।যা বছরে প্রায় ৬.৫মার্কিন ডলার আর্থিক সাশ্রয় হবে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন পাইপ লাইনের মাধ‍্যমে জ্বালানি সরবরাহের ফলে বাংলাদেশ ও ভারতের মধ‍্যে সম্পর্ক আরো দৃড় হবে।এই ধরনের কার্যক্রমে প্রতিটি সেক্টরের জনগন সরাসরি সুবিধা ভোগ করতে পারবে। ৪৪হাজার মেট্রিকটন ধারন ক্ষমতা সম্পন্ন পার্বতীপুরের রেসিপ টার্মিনাল দৈনিক আটশ থেকে একহাজার জ্বালানি ১৬টি জেলায় সরবরাহ করতে পারবে বলে পেট্রোলিয়াম কতৃপক্ষ জানান। এছাড়াও কতৃপক্ষ আরো বলেন যে বছরে ২লক্ষ মেট্রিকটন ডিজেল সরবরাহ করে ১০বছরে ১০লক্ষ মেট্রিকটন ডিজেল সরবাহ করা সম্বব হবে।এতে কৃষকের কৃষি ব‍্যয়,বীমা খরচ ও পরিবহন খরচ অনেকাংশ হ্রাস পাবে।ভারত বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন রেসিপ টার্মিনাল ভারতের সিলিগুড়িতে ৫কিলোমিটার ও বাংলাদেশের ১২৬.৫কিলোমিটার জায়গা জুড়ে স্থাপিত।রেসিপ টার্মিনালটি সম্পূর্ন অটোমেটিক ও কম্পিউটারাইস্ড সিষ্টেমের মাধ‍্যমে পরিচালিত হবে।তবে মৈত্রী পাইপ লাইন রেসিপ টার্মিনাল যাত্রা শুরুর বমাধ‍্যমে বাংলাদেশের এক নতুন দীগন্তের উম্নোচন হলো এবং দুই দেশের মধ‍্যে সম্পর্ক আরো একধাপ এগিয়ে গেলো যা বাংলাদেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে একাধিক বিশিষ্ট ব‍্যক্তিবর্গ জানান।

আরও খবর





দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে