চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক নেতানিয়াহুকে বন্দি করতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান লেবু পাতার যত গুণ মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষে সৃজনশীলতায় সাজানো ব্যতিক্রমধর্মী আয়োজন দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম কেঁপে উঠল যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী? শার্শায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালন ইসলামপুর থানায় বেড়েছে দালাল, ২ দালালকে থানায় প্রবেশ না করতে ওসির হুঁশিয়ারি বর্ষবরণ | বিথী রহমান তাঁরা সবাই আজ মারা গেছে | মোঃ মাজিদুর রহমান শাহীন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদী প্রবণতা যেন ফিরে না আসে’ পলাশে নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো খুবিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ন স্বপ্ন থেমে গেল,কুবির তিন্নি আর নেই দেশে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে : হাফিজুর রহমান

একজন মুয়াজ্জিন থেকে সফল উদ্যোক্তা হাওয়ার গল্প

হাফেজ মাওলানা মাহমুদুল হাসান একজন মুয়াজ্জিন এবং সফল ব্যাবসায়ী।  তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার কেন্দ্রীয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশা পাশি তিনি বায়েজীদ মাইমুনা এন্টারপ্রাইজ নামে একটি লাইব্রেরীর স্বত্বাধিকারী হিসেবে আছেন।  লাইব্রেরী তে কওমি মাদ্রাসার সকল কিতাবাদী, এবং দেশি-বিদেশি আতর, হাজী রুমাল, চামড়ার মোজা,  মেসওয়াক,  জায়নামাজ,  টুপি সহ ইসলামিক পন্য সামগ্রী বিক্রি করে থাকেন।


হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে হেফজ এবং দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান)  শেষ করেন পরবর্তীতে মসজিদের মুয়াজ্জিন পদে দায়িত্ব পালন করেন এবং পাশা পাশি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেন।  মাহমুদুল হাসান জানান উপজেলার বিভিন্ন মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা থেকে ছাত্র ছাত্রীরা বিভিন্ন প্রয়োজনীয় ইসলামিক পন্যা সামগ্রী ক্রয় করার জন্য আসেন এবং উপজেলার বাহির থেকেও ক্রেতাগন ক্রয় করার জন্য ছুটে আসেন। 

মাহমুদুল হাসান আরো বলেন অন্য সমস্ত লাইব্রেরী থেকে আমার লাইব্রেরীর পন্য সামগ্রী গুনগত পার্থক্যর দিক থেকে অনেক ভালো। যার কারণে আশে পাশের লাইব্রেরী থেকে এখানে ক্রেতাগন আসে এবং পন্য সামগ্রী ক্রয় করে।  তিনি আরো বলেন দামের দিক থেকেও কম রাখা হয়। 


হাফেজ মাহমুদুল হাসান একজন মুয়াজ্জিনি নয় আজ তিনি একজন সফল উদ্যোক্তা। বিশেষজ্ঞরা মনে করেন  এই ভাবে যদি প্রতিটি যুবক অন্যের উপর নির্ভর না করে নিজ উদ্যোগে কিছু করে তাহলে দেশ থেকে বেকারত্ব দূর হয়ে যাবে। এই বিষয়ে প্রখ্যাত আলেম লেখক ও গবেষক শায়েখ আহমাদুল্লাহ  বলেন অন্যের উপর ভরসা না করে নিজে থেকে কিছু করাই উত্তম কাজ। তিনি আরো বলেন দেশের প্রতিটি যুবক যেন একজন উদ্যোক্তা হয় তাহলে ভবিষ্যতে প্রতিটি কাজে সাফল্য বয়ে আনবে।

আরও খবর