সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা গরমে ত্বকের যত্নে উপকারী উপায় ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির রাজবাড়ীতে ওটিপি প্রতারণায় ৮ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ। রাজবাড়ীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার। রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আত্ম প্রকাশ ও নবীন বরণ দোতলা ভিসি ভবনে লিফট, শিক্ষার্থীদের ক্ষোভ লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি'র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন মালিককে চোরের ফোন ‘টাকা দাও, বাইক নাও’ রামগড়ে নিবন্ধনহীন অবৈধ দুই কোচিং সেন্টারের মালিককে ৫০০০০ টাকা জরিমানা ঠেলাঠেলিতে ব্যস্ত পাউবো-এলজিইডি, সাতক্ষীরায় নদীর পেটে যাচ্ছে সড়ক সাতক্ষীরায় শ্যামনগর পুকুর থেকে দেশিয় অস্ত্র উদ্ধার শ্যামনগরে পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার ফুলবাড়ীতে কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

হবিগন্জে পরিবেশ ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত।

হবিগন্জে পরিবেশ ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত।


নদ-নদী, হাওর, জাতীয় উদ্যান, বনভূমি, প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশের অন্যতম সুন্দর একটি অঞ্চল ছিল হবিগঞ্জ জেলা। কিন্তু গত প্রায় দুই দশক ধরে কিছু অপরিণামদর্শী কর্মকাণ্ডের জন্য পরিবেশগত সংকট চরম আকার ধারণ করছে।


শিল্পায়নের নামে কলকারখানাগুলো মারাত্মক পরিবেশ দূষণ ঘটিয়ে আসছে। যত্রতত্র কৃষিজমি, খাল, ছড়া এবং নদীসহ সকল প্রকার জীবন ও জীবিকা কলকারখানার দূষণের শিকার হচ্ছে। অন্যদিকে নদী, পুকুর, জলাশয়গুলো বছরের পর বছর ধরে দখল, দূষণ, পলি ও আবর্জনা পতিত হয়ে অনেকাংশে বুজে এসেছে।


এছাড়াও বেশ কয়েক বছর ধরে হবিগঞ্জ শহর ও আশপাশে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে। সামান্য বৃষ্টিতেই শহরে দেখা দেয় কৃত্রিম বন্যা। শহরের উচ্চ নিচু এলাকা জলমগ্ন হচ্ছে অহরহ। রাস্তাঘাট ঘরবাড়িতে ঢুকছে বৃষ্টির পানি। বৃষ্টির পানির প্রধান আঁধার পুরাতন খোয়াই নদী, পুকুর –জলাশয়, খাল দখল -ভরাট হবার কারণে হবিগঞ্জ জলাবদ্ধতার শহরে পরিচিত লাভ করেছে। “হবিগঞ্জের পরিবেশ ও নাগরিক ভাবনা” শীর্ষক এক আলোচনায় বক্তারা একথা বলেন।


শনিবার (১ জুলাই) শহরের আমির চান কমপ্লেক্স এর কনফারেন্স হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার পরিবেশ বিষয়ক এই কর্মসূচির আয়োজন করে।


বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি দেশের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার। মূল আলোচক ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক ও বাপা ‘ র সাবেক সাধারণ সম্পাদক শরীফ জামিল।


শুরুতে ধারণা বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।


শরীফ জামিল বলেন, আমরা দীর্ঘদিন থেকে হবিগঞ্জ পৌরসভার একটি বিজ্ঞান ভিত্তিক ও অংশগ্রহণমূলক মাস্টার প্ল্যান প্রণয়নের দাবি জানিয়ে আসছি। এ সকল প্লান প্রণয়ন ও বাস্তবায়নে প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে গুরুত্ব দেয়া চলমান বৈশ্বিক উন্নয়ন কর্মকাণ্ডে একটি গৃহীত বিষয়। ভ্রান্ত উন্নয়ন ধারণার বেড়াজাল থেকে না বেরিয়ে আসলে সমস্যাসমূহ আরো জটিলতর হবে।তিনি আরো বলেন, হবিগঞ্জের জলাবদ্ধতা ও পানিসংকট নিরসনে শুধুমাত্র পুকুর সংরক্ষণই না, অবিলম্বে পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার জরুরী।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কামরুল হাসান বলেন হবিগঞ্জের পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি শহরের যানজট ও শব্দদূষণ সমস্যার কথা উল্লেখ করে পরিবেশের সংকট সমূহ সমাধানে সরকারি উচ্চ পর্যায়েও আলোচনা উপস্থাপনের জন্য সুপারিশ করেন এবং এক্ষেত্রে হবিগঞ্জের পরিবেশ বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির পক্ষ থেকে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে জানান।


আলোচনায় উপস্থিত ছিলেন , বিশিষ্ট লেখক,গবেষক শেখ ফজলে এলাহি, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আর খাতুন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো: সাখাওয়াত হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি ও পাবলিক হেলথ এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাবেক জনপ্রতিনি মোঃ হাবিবুর রহমান, এডভোকেট বিজন বিহারি দাস,নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন, এম,এ,ওয়াহেদ। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মকর্তা মোঃ নোমান মিয়া, চলচ্চিত্র পরিচালক মুক্তাদির ইবনে সালাম, মোঃ আব্দুল কাইয়ুম, এডভোকেট শায়লা,  তৌহিদুর রহমান রানা, ওসমান গনি রুমি, মোঃ আবিদুর রহমান, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

Tag
আরও খবর
বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসব

৩ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে



বানিয়াচং মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল

২৮ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে



বানিয়াচংয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

৩৫ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে