আজমিরীগঞ্জে স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দূরগোড়ায় পৌঁছে দেওয়া ও সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন আব্দুল মজিদ খান এমপি।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে আজমিরীগঞ্জ রামকৃষ্ণ মিশনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আজমিরীগঞ্জ উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ আব্দুল মজিদ খান এম.পি।
হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, " প্রান্তিক জনগোষ্ঠীর দূরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ও গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমার খুব ভালো লেগেছে। যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা করছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।"
ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম চৌধুরী'র তত্ত্বাবধানে একদল বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
৩ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
২৭ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২৮ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
২৯ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৩৫ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৮ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪০ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৯ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে