জামালপুরের ইসলামপুরে অর্ধকোটি টাকা মূল্যের জমি বেদখলের পায়তারার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পৌর শহরের গাঁওকুড়া গ্রামের কাচারী মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় শনিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন ডেকে আইনগত প্রতিকারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
কাচারী মোড় এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ শাহনাজ পারভীন বলেন, কাচারী মোড় এলাকায় আমাদের কোটি টাকার মূল্যের জমি বেদখল করতে গত শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষ উপজেলার সাপধরী ইউনিয়নের কাসারীডোবা গ্রামের মৃত জহর আলীর ছেলে রুবেল মন্ডল এবং প্রতিবেশী মারুফা আক্তার হ্যাপি গং ব্যবসায়ীপ্রতিষ্ঠান ভাংচুর করেছে। এ সময় তারা বিভিন্ন ধরেন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ন্যায় বিচার পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে পৌরসভার স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর রাসেল মিয়া বলেন, 'রুবেল মন্ডল এবং মারুফা আক্তার হ্যাপি তীর্ঘদিন থেকেই জমি বেদখলের পায়তারা করে আসছে।'
এ বিষয় অভিযুক্ত মারুফা আক্তার হ্যাপি বলেন, 'আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। মূলত আমরা ষড়যন্ত্রের শিকার।'
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
১৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে