জামালপুরের মাদারগঞ্জে জহুরুল হক (৫৮) নামের এক সাবেক ইউপি সদস্য কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ ২১শে জুলাই (শনিবার) রাতে মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোরখালী ইউনিয়নের ফুলজোড় গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত জহুরুল হক ঐ গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে৷ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই ৭ জনকে গ্রেফতার করেন মাদারগঞ্জ মডেল থানার পুলিশ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জহুরুল হক জোরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ০৭ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য৷ স্থানীয় বাজারে তার কাপড়ের দোকান রয়েছে৷ নিহতের ভাতিজা কায়সার আহাম্মেদ বলেন তার চাচা (জহুরুল হক) ব্যাবসায়িক কাজ শেষে প্রতিদিন রাত ০৯ টার দিকে বাড়িতে ফিরেন৷ গতকাল রাতে ১১টা বাজলেও বাড়িতে না ফেরায় বিষয়টি তাকে জানানো হয়৷ পরে রাত সাড়ে ১১টার দিকে খবর আসে বাড়ি থেকে দুইশত গজ আগে ফুলজোড় মধ্যপাড়া রমজান আলী ইবতেদায়ী মাদ্রাসা ঘেষে মেন রাস্তার ৫০ গজ দূরে মাদ্রাসা টিনসেট ঘরের পিছনে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে চলে যায়৷ এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান "রাত ১২ টার দিকে খবর পেয়ে আমরা সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি৷ নিহতের পেটে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে৷ লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছ৷ এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করা হয়েছে৷ জহুরুল হক কে হত্যার কারণ জানার চেষ্টা চলছে৷
১৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে