জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়াকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মো. ফারুক হোসেন সুমনকে নিযুক্ত করেছে জেলা ছাত্রলীগ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিশারত হোসেন রাফিকে অব্যাহতি দেওয়াসহ নতুন করে দুইজনকে সদস্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক হোসেন সুমন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।
রোববার (২৩ জুলাই) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জেলা ছাত্রলীগের দলীয় প্যাডে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়াকে তাঁর নিজ আবেদনের প্রেক্ষিতে গঠনতন্ত্রের ৫ (গ) উপধারায় বর্ণিত বিধান সাপেক্ষে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিশারত হোসেন রাফিকে ২৩ (গ) উপধারায় তাঁদের স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং শিমুল পারভেজ জয় ও মো. শাওনকে সদস্য পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ায় আলহাজ মিয়াকে অভিনন্দন ও শুভেচছা জানিয়ে তাঁর জীবনের সর্বাঙ্গীম মঙ্গল এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে বর্ধিত সভা আয়োজন করে অনতিবিলম্বে উপজেলা ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতিগ্রহণের নির্দেশও দেওয়া হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, 'সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ে চাকরি হয়েছে আলহাজ মিয়ার। চাকরিজনিত কারণ দেখিয়ে স্বেচ্ছায় দলীয় পদ থেকে অব্যাহতির আবেদন করায় তাঁকে অব্যাহতি দিয়ে ফারুক হোসেন সুমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। আমরা সুস্থ ধারার রাজনীতি করার উদ্দেশ্যেই ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সচেষ্ট থাকবো। ইসলামপুর উপজেলা ছাত্রলীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।'
১৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে