বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংসার অভিযোগ তোলে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
রোববার (৩০) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে শেষ। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, উপজেলা যুব মহিলা লীগে সভাপতি আবিদা সুলতানা যুঁথী, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন প্রমূখ।
বক্তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলনের নামে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংসার অভিযোগ তোলেন। তাঁরা বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
১৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে