জামালপুরের ইসলামপুর উপজেলায় মো. মোস্তাক আহম্মেদ নামে ছাত্রলীগের এক নেতা ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন লেখা পোস্ট দিয়েছেন। এর আগে 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশ দুর্নীতিতে ভরপুর' এমন লেখা ফেসবুকে পোস্ট করায় তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালনকালে গত বছর দলের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে বহিষ্কৃ হয়েছেন।
মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে ছাত্রলীগের বহিষ্কৃত
নেতা মোস্তাক আহম্মেদ তাঁর ফেসবুকে আওয়ামী লীগ নিয়ে একটি লেখা পোস্ট দিলে বিষয়টি জনসম্মুখে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ নিয়ে নাম প্রকাশ না করা শর্তে দলের কেউ বলছেন, পদ হারিয়ে বেসামাল মন্তব্য করছেন মোস্তাক আহম্মেদ। আবার কেউ বলছেন তিনি সঠিক কথাই ফেসবুকে তোলে ধরেছেন।
পাঠকের উদ্দেশে ফেসবুকে ওই পোষ্টের লেখাটি হুবহুবু দেওয়া হলো-
'আওয়ামী লীগ' আজ দুইভাগে বিভক্ত। একভাগ হচ্ছে- 'বাংলাদেশ আওয়ামী লীগ', আরেক ভাগ হচ্ছে- 'আমি লীগ'। দল থেকে মনোনয়ন নিয়ে এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র নির্বাচিত হয়েই নেতারা আওয়ামী লীগ বাদ দিয়ে 'আমি লীগ' করা শুরু করেন। হাইব্রিড, চাটুকার, ধান্ধাবাজদের নিয়ে নিজেদের একটা বলয় তৈরি করেন। দলের সাইনবোর্ড ব্যবহার করে তাঁরা নির্বাচিত হয়। কিন্তু টিআর-কাবিখাসহ সকল সরকারি সুযোগ-সুবিধা কোথায় দেন, কাকে দেন, দল জানে না। দলের কর্মীরাও জানে না।
টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকেও দলের কর্মীদের দুর্দিনের অবসান হয় না। আওয়ামী লীগের দুর্দিনের লোকের টাকা নেই, তাই তাদের চাকরি হয় না। দলের কর্মীরা কমিশন দেয়ার টাকা দিতে পারেনা তাই তারা কাজও পায় না। অথচ জায়ামাত-বিএনপির লোকেরা চাকুরি পায়, কাজ পায়। কারণ তারা টাকা দিতে পারে। দলের কর্মীরা এসব নেতাদের কাছে সবসময় এতিমের মতো উপেক্ষিতই থেকে যায়।
ছাত্রলীগের সাবেক নেতা মোস্তাক আহম্মেদ তাঁর পোস্টের শেষাংশে লেখেন-
যতদিন পর্যন্ত এসবের বিহিত করা না হবে, দেশের যতই উন্নতি হোক না কেনো, ততদিন পর্যন্ত দলের উন্নতি হবে না। দলের কর্মীরা আশা করে, দলের নেতাদের এসব আচরণের একটা বিহিত ব্যবস্থা করবেন মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে মোস্তাক আহম্মেদ বলেন, 'বাস্তবতার নিরিখে এখানকার আওয়ামী লীগের মনোনয়নে কতিপয় নেতা জনপ্রতিনিধি হলেও তাঁরা দলের নেতা-কর্মীকে অবমূল্যায়ন করায় বিবেকের তাড়নায় লেখাটি পোস্ট করেছি।'
উল্লেখ্য, ২০২২ সালে মোস্তাক আহম্মেদ তাঁর ফেসবুকে ‘হ্যালো প্রিয় আওয়ামী লীগ সরকার’ শিরোনামে একটি লেখা পোস্ট করেন। সেই পোস্টে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশ দুর্নীতিতে ভরপুর, কৃষক পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না, আইনের শাসনের বুলি আওড়ানো হচ্ছে, কিন্তু দুর্বলেরা আইন-আদালতের ধারেকাছেও যেতে পারছেন না। এনিয়ে ওই বছরের ৩০ আগষ্ট সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে
গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাধীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মারফতে মোস্তাক আহম্মেদ বহিষ্কার করা হয়।
২০ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে