জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত দেশে অরাজগতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ জানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়। শেখ হাসিনার অধীনেই প্রতিটি নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সেকারণেই বিএনপি-জামায়াতের সঙ্গে জনগণ নেই। শেখ হাসিনার প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে।'
শনিবার (১২ আগষ্ট) বিকেলে নিজস্ব অর্থায়নে ডেঙ্গু প্রতিরোধে জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণকালে এসব কথা বলেন এমপি হোসনে আরা।
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা উপস্থিতিদের উদ্দেশে আরও বলেন, 'আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি বঙ্গবন্ধুর সৈনিক। ঢাকার রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে রক্ত ঝরেছে। মহিলা নেত্রী হয়েও হিসাব ছাড়া পুলিশী নির্যাতনের শিকার হয়েছি। গ্রেপ্তার হয়েছি। প্রতিটি মিছিল-সমাবেশে নেত্রীর পাশে থেকেছি। এগুলো সবই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেখেছেন। আমি কাজে বিশ্বাসী। আমি বিএনপি-জামায়াতের সঙ্গে কখনো আঁতাত করিনি। বিএনপি-জামায়াতের লোকদের আওয়ামী লীগের কমিটিতে রাখতে কখনো কারো কাছে সুপারিশ করিনি। মহিলা এমপির দায়িত্ব নিয়ে এলাকাবাসীর ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছি। নিশ্চয় দল আমাকে মনোনয়ন দিয়ে কাজের মূল্যায়ন করবে।'
এমপি হোসনে আরা বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ উপজেলায় আওয়ামী লীগের কমিটিতে বিএনপি-জামায়াতের লোকজনকে পদ-পদবি দেওয়া হয়েছে। তাঁরা পদ-পদবি পেয়ে দলের বিরুদ্ধে অপবাদ ছড়ানোসহ নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে সব সময় প্রস্তুত রয়েছি।'
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদ্রাসার মোহতামীম হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষক হাফেজ আতাউর রহমান, সাহেব মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।
২০ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে