মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন শাখা ছাত্রলীগের ৮ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে জেলা ছাত্রলীগ।
গতকাল বুধবার (১৬ আগষ্ট) জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, সহসম্পাদক মুসা আহমেদ, কর্মী মো. আব্দুল কাইয়ুম, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য ও চরগোয়ালিনী ইউনিয়ন শাখার সহসভাপতি মুরসালিন উদ্দীন, ইসলামপুর পৌর শাখার কর্মী মো. জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন শাখার সহসভাপতি আমিনুল ইসলাম এবং নোয়ারপাড়া ইউনিয়ন শাখার সহসভাপতি আশিকুর রহমান আশিক।
অব্যাহতি প্রদানের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাঁদের সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া কেনো তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ৭ কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের দপ্তরে স্ব-শরীরে উপস্থিত হয়ে তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে।
ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ আল ইমরান বলেন, 'দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এখানকার ছাত্রলীগের ৮ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে গত ১৫ আগষ্টে কুলকান্দী ইউনিয়ন শাখা কমিটি প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুমকে বহিষ্কার করে। জেলা শাখা থেকে তাঁকে পুনরায় বহিষ্কার করা হয়।'
১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে