নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় জামালপুরের বিএনপির ২২ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে বিএনপি ওইসব নেতাকর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পান। একই সঙ্গে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে তাঁদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিএনপি নেতাকর্মীদের পক্ষে আদালতে জামিন শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, জামিন প্রাপ্তরা হলেন, জামালপুর সদর থানায় দায়েরকৃত মামলায় ১৪ নেতাকর্মী এবং সরিষাবাড়ী থানায় দায়েরকৃত মামলায় ৮ জন।
আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, নাশকতা সৃষ্টির লক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ভাঙচুর, ক্ষতিসাধন লুটপাটের মত অন্তর্ঘাতমুলক কার্য করে জননিরাপত্তা বিপন্নসহ আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে পুলিশ বাদি হয়ে গত ১৮ আগস্ট জামালপুর সদর থানায় এবং ২৩ আগস্ট সরিষাবাড়ী থানায় ৩০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৯০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। এরমধ্যে ২২ নেতাকর্মীকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এসময় আদালতে প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে