ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রের মাঝে মশারি বিতরণ করেছেন জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা।
গত রোববার (২৭ আগষ্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর পৌর শহরের পোদ্দারপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রের মাঝে মশারি বিতরণ তিনি।
এসময় জামালপুর-২ ইসলামপুর আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
এমপি হোসনে আরা বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। ভালো থাকে দেশের মানুষ। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ডের মূলহোতা জিয়াউর রহমান। বঙ্গবন্ধুসহ সকল শহিদের খুনিদের বিচার হওয়া জরুরি।'
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা আরও বলেন, 'বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।'
এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশে বলেন, 'ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যাঁকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।'
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।
এমপি হোসনে আরার নিজস্ব অর্থায়নে দুই হাজার হতদরিদ্রের মাঝে মশারি এবং খিচুড়ি বিতরণ করেন। এছাড়া তিনি দুই লাখ নগদ টাকা বিতরণ করেন।
২০ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে