টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠার ৪৫ বছর উদযাপনে আজ ১ লা সেপ্টেম্বর (শুক্রবার) সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয় গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। দলটি প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা এবং আলোচনা সভাও করে। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে জেলা ইউনিট, উপজেলা, ইউনিয়নের সকল অঙ্গসংগঠন গুলো কর্মসূচি পালন করেছে নিজেদের মত করে।

১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা চর আমখাওয়া ইউনিয়নে সানন্দবাড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯:৩০ ঘটিকায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি)'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল'র চর আমখাওয়া ইউনিয়ন এর আহবায়ক মো: মজিবুর রহমানের সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল চর আমখাওয়া ইউনিয়ন সভাপতি জনাব আলহাজ্ব মো: নুরুল ইসলাম'র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

এসময়, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ইউনিয়ন সভাপতি মো: আলমগীর হোসেন বাদশা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম (ডন), বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল ইউনিয়ন সভাপতি শাহার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ইউনিয়ন সভাপতি মো: মনিরুজ্জামান (মনি), বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল'র সভাপতি বাবুল আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ইউনিয়ন যুগ্ন-আহবায়ক এমদাদুল হক মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ইউনিয়ন সদস্য সচিব বাবুল আক্তার (মেম্বার), যুবদল সদস্য রফিকুল ইসলাম (মেম্বার), বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখার ছাত্র বিষয়ক সম্পাদক আল-মামুন দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখার সহ-সভাপতি  আতিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) অত্র ইউনিয়ন'র সাধারণ সম্পাদক মো: আবুল হাশেম (মাস্টার), এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) অত্র ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মো: নুরুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তৃতাকালে বক্তারা ক্ষমতাসীন দলের কঠোর সমালোচনা করে বলেন, আমরা আজ ভোটবিহীন অবৈধ সরকারের ক্ষমতার অপব্যবহারের স্বীকার, মিথ্যা মামলায় জর্জরিত, তারা মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে চায়। প্রশাসনকে ব্যবহার করে তাদের ক্ষমতায় টিকেভথাকতে চায়, কিন্তু সেটা আমরা হতে দিবনা। এখন তারা তাদের নির্যাতনের চরম সীমানায় পৌছে গেছে, এবার আমাদের রুখে দাড়াবার পালা। আর বেশীদিন তাদের ক্ষমতায় থাকতে দিব না, তাদের বুঝিয়ে দিতে চাই জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষমতা কেড়ে নিতে না পারব, আন্দোলনের কর্মসূচি দিয়ে রাজপথে অবস্থান করে আমরন লড়ে যাব। লাগাতার আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের পতন নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।

এসময় তাঁরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা কামনা করেন।

সবশেষে, আগত নেতৃবৃন্দ সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা ও কেন্দ্রীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানিয়ে আলোচনা সভার সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর






ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৮ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে