নাশকতার পরিকল্পনার চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামালপুরের বিএনপির ৭৪ নেতা-কর্মী হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিএনপি নেতা-কর্মীদের চার সপ্তাহের আগাম জামিন দেন। একই সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের এই সময়ের মধ্যে জামালপুরের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে বিএনপি নেতা-কর্মীদের পক্ষে জামিন শুনানি করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা ও আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া। এসময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু ।
অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, 'হাইকোর্টে আগাম জামিনপ্রাপ্ত বিএনপি নেতা-কর্মীদের মধ্যে জেলার সরিষাবাড়ী উপজেলার ২০ জন, মেলান্দহের ১৪ জন, মাদারগঞ্জের ১৭ জন এবং ইসলামপুরের ২৩ জন। তাঁদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতার পরিকল্পনার চেষ্টার অভিযোগে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।'
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে বানচাল করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নাশকতার পরিকল্পনার অভিযোগে তুলে আমাদের নেতা-কর্মীদের নামে থানায় থানায় গণহারে 'গায়েবি' ঢুকে দিচ্ছে পুলিশ। পুলিশের দায়ের করা ভিত্তিহীন এসব মামলায় গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেও অন্য মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখাচ্ছে পুলিশ।'
২০ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে