মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার রাতে স্কুলের ল্যাপটপ ও প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলা ডোয়াইল ইউনিয়নের চাপারকোণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ল্যাপটপ ও দুইটি প্রজেক্টর চুরি হয়েছে।
চোরের দল বিদ্যালয়ের দ্বিতল ভবনের জানালার গ্রিল কেটে অফিস কক্ষের ভিতরে প্রবেশ করে। এ সময় আলমারীর ভিতরে থাকা একটি ল্যাপটপ (Lenovo-b4080) ও দুইটি প্রজেক্টর নিয়ে যায়। এ সময় চোর একটি লোহার শাবল ফেলে রেখে যায়। ওই বিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আব্দুর রশিদ।
তিনি বলেন, বিদ্যালয়ের নীচতলায় আমি ঘুমিয়ে ছিলাম। রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই বিদ্যালয়ের পিছন দিকে খোজ নিতে পারিনি। বুধবার সকালে অফিস কক্ষ খুলে জানালার গ্রিল কাটা দেখে প্রধান শিক্ষককে বিষয়টি জানাই।
স্থানীয় এলাকাবাসী জানান, এই চুরির সাথে নৈশ প্রহরীর সম্পৃক্ততা থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চাপারকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সাহা জানান, স্কুলের একটি ল্যাপটপ ও দুটি প্রজেক্টর চুরির বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানা সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,অজয় কৃষ্ণ রায় বলেন, প্রধান শিক্ষকের মাধ্যমে ল্যাপটপ ও প্রজেক্টর চুরির খবর পাই এবং তাকে থানা সাধারণ ডায়েরী করার পরামর্শ দেই।
২০ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে