টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

স্ত্রী হত্যা মামলার ৬ বছর আগে মৃত আসামিকে জীবিত গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ

জামালপুরের ইসলামপুর উপজেলায় ওসমান আলী (৩৫) ওরফে ওসমান নামে স্ত্রী হত্যা মামলার ৬ বছর আগে মৃত এক আসামিকে জীবিত গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওসমান উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়াচর গ্রামে মো. বাচ্চু ফকিরের ছেলে। 

বুধবার (১১ অক্টোবর) বিকেলে পাশ্ববর্তী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ। পরে রাত সাড়ে ৮টার দিকে জামালপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হয়। এতে প্রেস ব্রিফিংয়ের মূল বক্তব্য তোলে ধরেন এসপি মো. কামরুজ্জামান। 


স্ত্রী হত্যা মামলায় সাজা এড়াতে আইনজীবীর মাধ্যমে আদালতে মৃত্যু সদন দাখিল করে এতদিন আত্মগোপনে  ছিলো স্বামী ওসমান। মৃত আসামিকে জীবিত গ্রেপ্তারের ঘটনাটি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে এসপির নির্দেশক্রমে ইসলামপুর সার্কেলের দিকনির্দেশনায় ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্রাম হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল রাব্বীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানা মূলে আসামি ওসমানকে গ্রেপ্তার করা হয়। 


প্রেস ব্রিফিংয়ে জানা যায়, গ্রেপ্তারকৃত ওসমান একই এলাকার মো. আব্দুর রহিম বক্সের মেয়ে লাকী বেগমকে বিয়ে করেন। ২০১২ সালের ১৯ আগষ্ট স্ত্রী লাকী বেগমের (২০) নিকট স্বামী ওসমান এক হাজার টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে লাকী বেগমের সঙ্গে ওসমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওসমান তার স্ত্রী লাকী বেগমকে ঘর থেকে বের করে বসতবাড়ির পশ্চিম পাশে গোয়ালঘরের সংলগ্ন  টিউবওয়েলপাড়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন ২০ আগষ্ট লাকী বেগমের বাবা . আব্দুর রহিম বক্স বাদি হয়ে ওসমানকে আসামি দিয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ২১ আগষ্ট অভিযোগটি আমলে নিয়ে হত্যা মামলা রুজু করে পুলিশ। মামলা নম্বর ১৮। তদন্ত শেষে ২০১৩ সালের ১০ জানুয়ারি স্ত্রী লাকী বেগমকে হত্যার দায়ে ওসমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 

মামলাটির বিচার কার্য চলাকালে ২০১৭ সালের ১০ এপ্রিল সকাল ১০টার দিকে কিডনি রোগজনিত কারণে আসামি ওসমান মারা গেছেন মর্মে আসামি পক্ষের আইনজীবী আদালতে মৃত্যু সনদ দাখিল করেন। দীর্ঘ ৬ বছর ধরে আসামি ওসমান মৃত্যুবরণ করেছে মর্মে এলাকায় বিভিন্ন ধরনের তথ্য পায় পুলিশ। এতে পুলিশের সন্দেহের সৃষ্টি হয়। ওসমানের মৃত্যুর বিষয়টি আমলে না নিয়ে প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালায় পুলিশ। এক পর্যায়ে বৃহস্পতিবার  বিকেলে উপজেলার সীমান্তবর্তী যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ। 


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মারা যাওয়ার নাটক করে আসছিল আসামি ওসমান। অবশেষে গ্রেপ্তারী পরোয়ানা মূলে গ্রেপ্তাকৃত ওসমানকে রাতে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।'

আসামি ওসমানের মৃত্যু হয়েছে মর্মে মৃত্যু সনদপত্র প্রদান করেছেন কি-না, এবিষয়ে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।


আরও খবর






ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৮ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে