টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

বিদ্যালয় মাঠে আ.লীগ নেতার 'শান্তি ও উন্নয়ন সমাবেশ', পুলিশ মোতায়নে পরীক্ষাগ্রহণ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে বিদ্যালয় মাঠে 'শান্তি ও উন্নয়ন সমাবেশ' আয়োজন করায় বিদ্যালয়টির দশম শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষাগ্রহণ করা হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে।

রোববার (১৫ অক্টোবর) ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। এনিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

শিক্ষার্থীসহ তাদের অভিভাবকের অভিযোগ,  বিদ্যালয় মাঠে জনসমাবেশের আয়োজন করায় শিক্ষার্থীদের পরীক্ষার্থী দিতে অনেকটা বিঘ্ন ঘটেছে।

তবে সমাবেশের আয়োজকদের দাবি, পরীক্ষা শেষ হওয়ার পর সমাবেশ শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তোলে ধরার লক্ষ্যে এবং জামায়াত-বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ওই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি এসএম শাহিনুজ্জামান শাহীন।
বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা গেছে, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েকদিন আগে থেকেই প্রস্তুত করা হয় বিশাল শান্তির ও উন্নয়ন সমাবেশের মঞ্চ। লোকজন যাতে সমাবেশে ঢুকে জটলা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিদ্যালয়ের প্রবেশ পথে ডজনখানেক পুলিশ অবস্থান নেন।  লোকজন বারবার বিদ্যালয় মাঠে ঢুকতে চাইলেও শেষ পর্যন্ত তা পারেনি।

বিদ্যালয় সূত্রেমতে, আগামী ২০২৪ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার লক্ষ্যে দশম শ্রেণির ১৬২ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিন বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পরীক্ষা ছিলো রসায়ন বিষয়, মানবিক শাখার ভূগোল বিষয় এবং বাণিজ্য শাখার হিসাব বিজ্ঞান।

একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছে, 'সমাবেশে আগত লোকজনের বেশি সংখ্যক দুপুরের আগেই বিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নেয়। বিদ্যালয়টি পৌর শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সমাবেশে আগত লোকজন বহনের যানবাহনের শব্দ দোষণে ভোগেছেন তাঁরা। ফলে পরীক্ষা দিতে তাঁদের অনেকটাই বেগ পেতে হয়েছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীদের একাধিক অভিভাবক জানান, 'পরীক্ষার দিনে বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশের নামে দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি ফেরাতে জনসভা করাটা বেমানান। জনসমাবেশের উৎসবের আমেজে শিশু পরীক্ষার্থীদের মনমানসিকতা অনেকটাই ভেঙে যায়। লোকজন ও যানবাহনের শব্দে পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি।'

স্থানীয় একাধিক শিক্ষাবিদ নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 'বিদ্যালয় মাঠে দলীয় সমাবেশ করায় শিক্ষার্থীদের পরীক্ষার্থী দিতে অনেকটা বিঘ্ন ঘটেছে। পরীক্ষার দিনে বিদ্যালয় মাঠে জনসমাবেশ পরীক্ষার্থীদের জন্য শুভ নয়।'

শান্তি ও উন্নয়ন সমাবেশের নেতৃত্বদানকারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহিনুজ্জামান শাহীন বলেন, 'পরীক্ষা শেষ হলে, সমাবেশ শুরু করা হয়। সেকারণেই পরীক্ষা দিতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি।'

ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, 'সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। বিদ্যালয়ের মাঠে যাতে পরীক্ষা চলাকালে লোকজন ঢুকতে না পারে, সেজন্য পরীক্ষা শুরুর আগে থেকে প্রায় ডজনখানেক পুলিশ দায়িত্ব পালন করেছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বিদ্যালয়ের প্রবেশের গেটে পুলিশ অবস্থান করে। ফলে পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে।'

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)
সুমন তালুকদার বলেন, রোববার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। একইদিন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা ছিলো। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেই জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অবগত করেন। আমরাও আগে থেকেই সেটা অবগত ছিলাম।  সমাবেশ স্থলে পরীক্ষা চলাকালে লোকজন ঢুকে যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বিঘ্ন না ঘটায় সেই জন্য বিদ্যালয়ে প্রবেশের প্রধান ফটকে পুলিশ মোতায়ন করা হয়।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি আগে থেকেই আমরা জানতাম। সেকারণেই পরীক্ষা শেষ হওয়ার পর সমাবেশ শুরু করার শর্তেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আয়োজকরা নিয়ম মেনেই সমাবেশ শুরু করায় পরীক্ষার্থীদের কোনো সমস্যা হওয়ার কথা নয়।'

পরে দুপুরে উপজেলা বিআরডিবির সাবেক সভাপতি জাহের আলী চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শান্তি ও উন্নয়ন সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য শাহিনুজ্জামান শাহীন।

এছাড়া গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকার কলাবাগান থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডলি মোশারফ।

এছাড়া সাপধরী ইউপি সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি, পাথর্শী ইউপি’র সাবেক চেয়ারম্যান এরশাদ হোসেন, কুলকান্দি ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু, গাইবান্ধা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, উপজেলা আ’লীগের সাবেক সদস্য হানিফ উদ্দিন, চরগোয়ালীনী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আলিনুর ইসলাম, চরপুটিমারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম খলিফা, সদর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তাহিজল হক তারা এবং  গোয়ালেরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালু উপস্থিত ছিলেন।

সমাবেশে উপজেলার ১২টি ইউনিয়নসহ পৌর শহর থেকে মিছিলে মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। এক পর্যায়ে লোকজনের পদচারণে কানায় কানায় ভরে ওঠে সমাবেস্থল। 

উল্লেখ্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগের কোনো নেতাকে মঞ্চে দেখা যায়নি। শুধু তা নয়। উপজেলা আওয়ামী লীগের সদস্য, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি   হোসনে আরা এদিন এলাকায় অবস্থান করলেও তাঁকে সমাবেশে আমন্ত্রণ জানায়নি আয়োজকরা।

আরও খবর






ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৮ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে