টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ প্রতিক্রিয়া, করায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে নিয়ে ফেসবুকে বিরূপ প্রতিক্রিয়া জানানোর দায়ে ইসলামপুর উপজেলায় মো. মোস্তাক আহম্মেদ নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে সংগঠন থেকে ফের অব্যাহতি দেওয়া হয়েছে। 

অব্যাহতি বিষয়ে দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে হয়েছে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।তবে অব্যাহতিপ্রাপ্ত ওই নেতার দাবি, ধর্ম প্রতিমন্ত্রীকে রাজনৈতিকভাবে সমর্থন না দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। 

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন অব্যাহতি দেওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেন।


এর আগে গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরে আজাদ ইমরান এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামপুর উপজেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোস্তাক আহম্মেদকে সাময়িক অব্যাহতিপ্রদান করা হলো। কেনো তাঁর বিরুদ্ধে স্থায়ীভাবে চূড়ান্ত শাস্তিমুলক ব্যবস্থাগ্রহণ করা হবে না, তা উপযুক্ত কারণসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে উপজেলা ছাত্রলীগের দপ্তর সেল বরাবর লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।


এ বিষয়ে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত মো. মোস্তাক আহম্মেদ বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের পক্ষে কাজ করায় আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। দলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়নি। মূলত ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় আমার বিরুদ্ধে এমন বেআইনি সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে।'


মোস্তাক আহমেদ আরও বলেন, 'আমি দলীয়শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কিছু করিনি। গত শনিবার ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদে সরকার শোক পালনের নির্দেশ দেন। কিন্তু শোক পালনের এদিনে  ইসলামপুরের গুঠাইলে সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সংগীতানুষ্ঠানে আসা চিত্রনায়ক ফেরদৌস এবং নায়িকা নিপুণের সঙ্গে ছবি তোলেন

ধর্ম প্রতিমন্ত্রী। এনিয়ে পরদিন গত রোববার সামাজিক যোগযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলাম। এ কারনে উপজেলা ছাত্রলীগকে ধর্ম প্রতিমন্ত্রী চাপ প্রয়োগ করে আমার বিরুদ্ধে বেআইনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অব্যাহতি বড় কথা নয়। আমি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে দলের কাজ করে যাচ্ছি।'

এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মোস্তাক আহমেদ ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছে। এটা বাংলাদেশ আওয়ামী ও ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি। কারো চাপে নয়। বরংদলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোস্তাক আহমেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।'


উল্লেখ্য, ২০২২ সালের ৩১ আগষ্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিসহ বিভিন্ন অসংগতি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে একই পদ থেকে মোস্তাক আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়। এর কিছুদিন পরে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে, মোস্তাক আহমেদ সপদে ফিরেন। দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দ্বিতীয় দফায় আবারও তাঁকে অব্যাহতি দেওয়া হলো।


আরও খবর






ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৮ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে