জামালপুরের ইসলামপুর উপজেলায় মুন্না শেখ (১৮) নামে বাকপ্রতিবন্ধী এক যুবককে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে দিনরাত বিভিন্ন স্থানে হন্যে হয়ে খোঁজছে মুন্না শেখের বাবা-মাসহ তাঁর স্বজনরা। মুন্না শেখ উপজেলার টংগের আগলা ধন্নাপাড়া এলাকার ছানোয়ার হোসেনের ছেলে।
গত রোববার (২২ অক্টোবর) ছেলে মুন্না শেখের খোঁজ পেতে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছানোয়ার হোসেন। জিডি নম্বর ৯৭৭।
জিডি সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৭টার দিকে বসতবাড়ি থেকে নিখোঁজ হন মুন্না শেখ। সে কথা বলতে পারে না। তাঁর গায়ের রং শ্যামলা। মাথার চুল ছোট ছোট। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। ওজন ৩৫ কেজি। সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধ্যান পায়নি স্বজনরা।
ভুক্তভোগী ছানোয়ার হোসেন বলেন, 'আমার বাসার সামনে থেকে ঘটনার দিন সকালে সবার অজান্তেই ছেলে মুন্না হারিয়ে যায়। এখনও তাকে খোঁজে পায়নি। ছেলেকে ছাড়া কিছুতেই দিন কাটছে না। ছেলেকে উদ্ধারে থানার জিডি করেছি।'
ছানোয়ার হোসেনের দাবি, কোনো ব্যক্তি মুন্নার সন্ধ্যান পেলে, দ্রুত যেনো নিকটস্থ থানায় বিষয়টি অবগত করেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'মুন্না শেখ নামে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ মুন্না শেখকে খোঁজে বের করতে আইনানুসারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।'
১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে