ঢাকায় মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস, প্রধান বিচারপতি বাসায় হামলা, নৈরাজ্য সৃষ্টিসহ আগামীকাল রোববার দেশব্যাপী হরতালের ঘোষণা দেওয়ার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আব্দুল কাদের শেখের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড় বটতলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে মনোনয়ন প্রত্যাশী ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বাবু এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
বক্তারা, বিএনপি-জামায়াত নেতারা ঢাকায় মহাসমাবেশ ডেকে নৈরাজ্য সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার লক্ষ্যে তাঁরা জ্বালাও-পোড়াও পথে নেমেছে। বিএনপি ঘোষিত হরতাল মানা হবে না বলেও হুশিয়ারি দেন বক্তারা।
১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে