মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-বর্তমান সরকারের থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিরোধী দল বিএনপির ৩দিনের অবরোধ ঘোষণা করে। তিনদিনের এ অবরোধে জামালপুরে সরিষাবাড়ীতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের ৯৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।
এবং এঘটনায় ২জনকে আটক করে বুধবার (১লা নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানা গেছে।
আটককৃতরা হলেন, উপজেলার পৌরসভার বলার দিয়ার গ্রামের আবেদ আলী(৫০) এবং একই গ্রামের মতিয়র রহমান(৪৮)। এবিষয়টি সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মহব্বত কবীর নিশ্চিত করেছেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি সন্ত্রাস, ভাংচুর, নাশকতা, নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকে জমায়েত হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভার চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। দুষ্কৃতিকারীরা পুলিশের অভিযান টের পেয়ে দৌড়ে পলায়ন করে। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এবিষয়ে সরিষাবাড়ী থানার এসআই হুমায়ূন কবির বলেন ১৯৭৪ সনের পুলিশের বিশেষ ক্ষমতা আইনে ১৬ জনের নাম উল্লেখসহ ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ২জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, পুলিশ মিথ্যা গায়েবী মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে। এসব মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে