জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদ্রাসা চলাকালে মাঠে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ায় মাদ্রাসার শিক্ষকদের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে প্রতিমন্ত্রীর আগমনে শিক্ষার্থীদের আনন্দে উদ্বেলিত হতে দেখা গেছে। ।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে মতবিনিময় সভাটি শুরু করা হয় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী নছিমুন্নেছা দাখিল মাদ্রাসা মাঠে। সভা অনুষ্ঠিত চলে দুপুর দেড়টা পর্যন্ত।
জানা যায়, গাইবান্ধা ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহয়তা ভাতা, ভিজিডি, টিসিবি,ও ১৫ টাকা কেজি চাউলের সুবিধাভোগী কার্ডধারীদের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে সভা মঞ্চে উঠে মাইকে সভায় অতিথিদের আগমনের নানা ধরনের প্রচার করে আয়োজকরা। ১০টা ৫০ মিনিটে পুলিশ পটকলে সভাস্থলে উপস্থিত হন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। এরপর সভার মূলকাজ শুরু হয়। দুপুর দেড়টায় সভা শেষ হয়।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহাবুবুল আলম তরফদার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.রুহুল আমিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ উন্নয়নের জন্য কাজ করে। আওয়ামী লীগ সরকারের আমলে হতদরিদ্র পরিবারের মাঝে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা, ভিজিডি, টিসিবি ও ১৫ টাকা কেজি চাউল সহ বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে কার্ড প্রদান করেছেন মাননীয় শেখ হাসিনা সরকার, সেই সাথে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, সরকার আবারো ক্ষমতায় এলে অসমপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে। সেকারণেই আগামীতে আসছে নির্বাচনে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মেলেটারির সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য মজিবুর রহমান শাহাজাহান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন শাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহন মিয়া, ইউপির সাবেক মেম্বার আফছার সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন প্রমুখ।
শিক্ষার্থী সুমন মিয়া, পারভীন, আকবর আলী, সামাজল, নাজমাসহ অনেকেই জানায়, 'মতবিনিময় সভা শুরু করা হয়েছে সকাল ৯টা থেকে। শেষ হয়েছে দুপুর দেড়টায়। এসময় মাইক দিয়ে সভার প্রচার কাজ করায় স্যারেরা আমাদের ক্লাস নিতে পারেননি। ক্লাস না হলেও ধর্ম প্রতিমন্ত্রী পেয়ে আমরা আনন্দিত হয়েছি। প্রতিমন্ত্রীর আগমনে আমরা অনেক খুশি হয়েছি।
গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মেলেটারি বলেন, 'মাদ্রাসা চলাকালে ধর্ম প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা দেওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষকেরা পড়াতে পারেননি। সভায় হাজারখানেক মানুষের সমাগম হয়।
মরাকান্দী নছিমুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মো. এনামুল হক বলেন, 'মাদ্রাসা চলাকালে মাঠে মতবিনিময় সভা দেওয়ায় পাঠদান কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীসহ আমরা মাদ্রাসায় উপস্থিত ছিলাম। মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ায় পাঠদান ব্যাহত হলেও প্রতিমন্ত্রী মহোদয়ের আগমনে শিক্ষার্থীরা আনন্দ উপভোগ করেছে। তাদের মাঝে আনন্দের বন্যা বিরাজ করতে দেখা যায়।'
১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে