টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

নির্ধারিত কর্মদিবসে শুরু করা হয়নি ইজিপিপির সিংহভাগ প্রকল্পের কাজ


জামালপুরের ইসলামপুর উপজেলায় নির্ধারিত কর্মদিবসে শুরু করা হয়নি অতিদরিদ্রদের জন্য গৃহীত কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) সিংহভাগ প্রকল্পের কাজ।

শনিবার (১১ নভেম্বর) ছিলো সবগুলো প্রকল্পের নির্ধারিত কর্মদিবস। এদিন কার্যাদেশ অনুযায়ী সবগুলো প্রকল্পের কাজ একযোগে শুরু করার কথা। কিন্তু প্রকল্পের উদ্বোধনের এদিন গুটিকয়েক প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।

নির্ধারিত কর্মদিবসে অধিকাংশ প্রকল্পে কাজ শুরু না করায় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে নানা মহলে নানাবিধ প্রশ্নের দানাবাঁধছে। স্থানীয়রা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই নির্ধারিত কর্মদিবস ফাঁকি দিয়ে প্রকল্পের কাজ না করেই ভুয়া মাস্টারোলে অতীতের মতো এবারও শ্রমিকদের মজুরির টাকা উত্তোলন করে আত্মসাৎ করতে পারে প্রকল্পের সংশ্লিষ্টরা। ফলে প্রকল্পের আওতায় অতিদরিদ্র শ্রমিকদের উদ্দেশ্যে সরকারের গৃহীত অর্থনৈতিক সুরক্ষার ওই প্রকল্পে অধিকারবঞ্চিত হবেন সুবিধাভোগীরা।

স্থানীয় সচেতন মহলের দাবি, অতিদরিদ্রদের অর্থনৈতিক সুরক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের গৃহীত ইজিপিপি প্রকল্প যথাযথ বাস্তবায়ন না হওয়ায় দারিদ্র সীমার নিচে থাকা অতিদরিদ্র শ্রমিকরা একদিকে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে, বিধি মোতাবেক প্রকল্পে নিয়োগ না দেওয়ায় আর্থিক সংকটে পড়েছে অতিদরিদ্র শ্রমিকরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে ইজিপিপি প্রকল্পের কাজ শুরু করার সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়। এসব প্রকল্পে স্ব-স্ব ইউপি চেয়ারম্যানেরা তদারকি করবেন। সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ প্রকল্পের সভাপতির দায়িত্ব পালন করেন। 

এদিন সরেজমিনে দেখা গেছে, উপজেলার চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, পলবান্ধা এবং চরগোয়ালিনী ইউনিয়নে কোনো প্রকল্পে কাজ শুরু করা হয়নি। এছাড়া বেশকিছু ইউনিয়নে অধিকাংশ প্রকল্পেই কাজ করতে দেখা যায়নি। তবে গোয়ালেরচর ইউনিয়নে সবগুলো প্রকল্পের রাস্তায় মাটি কাটতে দেখা গেছে শ্রমিকদের।

উপজেলা প্রকল্প কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে কর্মসংস্থান কর্মসূচির আওতায় স্বাভাবিকভাবে কায়িক পরিশ্রম অক্ষম অতিদরিদ্র শ্রমিকদের মাথাপিছু ৪০০ টাকা দৈনিক মজুরিতে ইজিপিপি প্রকল্পের মাটি কাটার কাজ করানোর কথা প্রকল্পের কার্যাদেশে রয়েছে। ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের প্রথম পর্যায়ে ১২টি ইউনিয়নে ৬৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২ হাজার ৮১৪ জন সুবিধাভোগী শ্রমিক কাজ করার সুযোগ পাবে।

এরমধ্যে কুলকান্দী ইউনিয়নে ১৭৭ শ্রমিকের বিপরীতে ৪টি প্রকল্প, বেলগাছায় ২৫৩ শ্রমিকে ৭টি প্রকল্প, চিনাডুলীতে ২৪০ শ্রমিকে ৩টি প্রকল্প,
সাপধরীতে ১৯১ শ্রমিকে ৩টি প্রকল্প, নোয়ারপাড়ায় ২৭৮ শ্রমিকে ৬টি প্রকল্প, ইসলামপুর সদরে ১৫৮ শ্রমিকে ৫টি প্রকল্প, পাথর্শীতে ২৯৫ শ্রমিকে ৭টি প্রকল্প, পলবান্ধায় ১৩৬ শ্রমিকে ৫টি প্রকল্প, গোয়ালেরচরে ২৮৭ শ্রমিকে ৫টি প্রকল্প, গাইবান্ধায় ৩২১ শ্রমিকে ৭টি প্রকল্প, চরপুটিমারীতে ৩০৫ শ্রমিকে ৮টি প্রকল্প এবং চরগোয়ালিনী ইউনিয়নে ১৭৩ জন শ্রমিকের বিপরীতে ৬টি প্রকল্পে অবকাঠামো উন্নয়নে মাটি কাটার কাজ করার কথা রয়েছে।

চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার বলেন, 'আমি আওয়ামী লীগের রাজনীতি করি। দলীয় কাজে ব্যস্ত থাকায় নির্ধারিত কর্মদিবসে প্রকল্পের কাজ শুরু করতে পারিনি। আগামী কয়েক দিনের মধ্যে কাজ শুরু করবো।'

নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান বলেন, 'প্রকল্পের কাজ শুরু করা হয়নি। আগামীকাল কাজ শুরু করা হবে।'

সাপধরী ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম মণ্ডল  বলেন, 'বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় প্রকল্পের কাজ শুরু করতে পারিনি। খুব শিগগিরই কাজ শুরু করবো।'

প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. নুরুনবী মোস্তফা চৌধুরী বলেন, 'সবগুলো প্রকল্পের কাজ শুরু করা হয়েছে কি-না, তা বলতে সময় লাগবে। তবে পরিদর্শনে গিয়ে দেখেছি গোয়ালেরচর ইউনিয়ন সবগুলো প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন, 'প্রকল্পের কাজ শুরু করার নির্দেশনা দিয়েছি। কর্মদিবস ফাঁকি দিয়ে প্রকল্পের কাজ সঠিকভাবে না করা হলে টাকা দেওয়া হবে না।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন 'নির্ধারিত কর্মদিবসে প্রকল্পের কাজ শুরু না করার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।'

উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'প্রকল্পের নির্ধারিত কর্মদিবসে কাজ শুরু না বিষয়টি আমার জানা নেই। দায়িত্বশীলরা যদি যথাযথ ভাবে দায়িত্ব পালন না করে, সেটা দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে।'




আরও খবর






ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৮ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে