দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) তফসিল ঘোষণার প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ইসির তফসিল ঘোষণার পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী বাজারে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়া রাত পোনে ৮টার দিকে গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে বিক্ষোভ মিছিল করে স্থানীয় নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল।
বিএনপিসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এসময় নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলসহ সরকারবিরোধী নানাবিধ স্লোগান দেন মিছিলকারীরা।
মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, জনমত উপেক্ষা করে একতরফা তফসিল ঘোষণা করা হয়েছে। তারা ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'আমি এলাকার বাইরে আছি। তবে শুনেছি নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে, নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে করেছেন।'
উল্লেখ্য, আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আগমী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে