মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:- গত ১৯ নভেম্বর রোববার মধ্যরাতে জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে তারাকান্দিগামী ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ সোমবার(২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মধ্য দিয়ে জামালপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, রেলে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরিষাবাড়ী রেলওয়ে থানার এসআই আব্দুল কাদের বাদী হয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে প্রধান আসামি করে ৪১ জনকে এজাহারভুক্ত ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা দিয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
এ মামলায় সরিষাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রেল পুড়ানো জড়িত থাকা সন্দেহে ১০জনকে গ্রেফতার করে জামালপুর রেলওয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করে।
সোপর্দকৃত আসামিরা হলেন- মুনছের আলী (৩৬), বাবলু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), মোঃ নজরুল ইসলাম (৩২), মোঃ সুজন মিয়া (৩৪), মোঃ রাজা মিয়া (২৬),মোঃ আশিক মিয়া (১৯),মোরাদ হাসান (২৩),মোঃ মোশারফ হোসেন আকাশ (২৫) এরা সকলেই সরিষাবাড়ী থানার বাসিন্দা এবং জামালপুর সদর থানায় লিয়াকত আলী খান (৩৫) নামে একজনকে গ্রেফতার করে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে জামালপুর রেলওয়ে থানার ওসি গোলজার হোসেন বলেন, রেলে আগুন দেওয়ার ঘটনায় ১১জনকে গ্রেফতার করে জেলহাজতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে