ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির জামালপুর-২ ইসলামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন তাঁর অনুসারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ইসলামপুর পৌর শহরের পাটনীপাড়াস্থ নিজ বাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এসএম শাহীনুজ্জামান শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ঘোষণা করেন।
১২ জন দলীয় মনোনয়ন চাইলেও এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালনকারী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। দুলাল টানা তিন মেয়াদে আসনটি ধরে রেখেছেন। এবার ‘দুলালবৃত্ত’ ভাঙতে মরিয়া আওয়ামী লীগের কয়েকটি অংশ।
জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'তৃণমূলের নেতা-কর্মীদের জন্য আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবি ছিলো, আমাকে মনোনয়ন দেওয়ার। কিন্তু তা হয়নি। এখন বাধ্য হয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।'
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি, পাথর্শী ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদ হোসেন, কুলকান্দী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষক সম্পাদক জাহাঙ্গীর আলম, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে