জামালপুর-২ ইসলামপুর আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন মোস্তফা আল মাহমুদ।
এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন সড়কস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে কয়েক শত নেতা-কর্মী ও সমর্থকসহ একটি মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের দিকে রওনা দেন উপজেলা ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ। সাব রেজিস্ট্রার কার্যালয় সড়ক, অডিটোরিয়াম, দরিয়াবাদ হয়ে উপজেলা পরিষদ কম্পাউন্ডার গেট সংলগ্ন সড়কে মিছিলটি শেষ হয়।
এসময় লাঙ্গল প্রতীকের স্লোগান দেয় নেতা-কর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে নেতা-কর্মীদের সঙ্গে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন মোস্তফা আল মাহমুদ।
মোস্তফা আল মাহমুদ বলেন, 'এলাকাবাসী আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমি বিপুল ভোটে বিজয় হবো।'
৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে