জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ না নিতে দলীয় নেতা-কর্মীদের সতর্ককীকরণ করেছে স্থানীয় বিএনপি।
গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সাদা স্বাক্ষরিত এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নাম ব্যবহার করা হলেও, এতে তাঁর স্বাক্ষর নেই।
দলীয় প্যাডে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের তফসিল বাতিলের দাবি করে বিএনপি ও তার সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেয়নি। তাই ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না।
আন্দোলনের অংশ হিসেবে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী কিংস পার্টি বা স্বতন্ত্র কোনো প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।
যদি কোনো বিএনপির নেতা-কর্মী কোনো প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নেন, দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সকলকে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত থাকার বিকল্প নেই।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সাদা বলেন, 'চলমান পাতানো নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ না নিতে নেতা-কর্মীদের সতর্কীকরণ করে প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে। যাতে আগে থেকেই আমাদের কোনো নেতা-কর্মী এই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন।'
৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে