জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ২০০৮ সাল থেকে ওই আসন তাঁর দখলে। এবার তাঁর বৃত্ত ভাঙতে স্বতন্ত্র হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। তবে গত বুধবার মনোনয়নপত্র জমা দেন ধর্ম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার বাবা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এলাকাবাসীর ভাগ্যোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আমি মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং দলের বাঁধা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি। নিশ্চয় এলাকাবাসী আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করবেন।তবে শেষ পর্যন্ত দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেব।'
উল্লেখ্য, এ আসন থেকে আওয়ামী লীগের ১২ জন নেতা দলীয় মনোনয়নপত্র কিনে ছিলেন।
৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে