জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে পরিষদের (ইউপি) ভবনস্থ গুদাম থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু।
পাথর্শী ইউপি চেয়ারম্যান মো. ইফতেখার আলম বাবলু জানান, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত গত ১৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার সময়টাতে জেলেদের কোনো কাজ না থাকায় পাথর্শী ইউপি চেয়ারম্যানের অনুকূলে ইউনিয়নের ২৩৫ জন জেলেকে মাথাপিছু ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। ওই সময় সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার (ট্যাগ অফিসার) উপস্থিতে যথাযথভাবে চাল বিতরণ করা হয়। অপরদিকে চাল বিতরণের সময় ৭ জন জেলে ইউপি ভবনে না আসায় ওই সময় তারা চাল নিতে পারেননি। পরে ইউপি চেয়ারম্যানের তত্বাবধানে ওইসব জেলের নামে বরাদ্দকৃত চাল ইউপির গুদামে মজুত রাখা হয়।
চালের সুবিধাভোগী পশ্চিম গামারিয়া গ্রামের আব্দুল মালেক উদ্দিন, আব্দুস সালাম এবং বাছেদ মিয়া বলেন, আমরা ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ না করায় আমাদের নামে বরাদ্দকৃত চাল ইউপি ভবনের গুদামে মজুত রেখেছেন চেয়ারম্যান সাহেব। চাল পেয়ে কিছুটা হলেও খাদ্যের অভাব দূর হবে।'
পূর্ব জারুলতলা গ্রামের আনোয়ার, শাহীন মিয়া এবং বেড়ের গ্রামের আব্দুল মালেক বলেন, 'আমরা এলাকার বাইরে থাকায় ওই সময় চাল নিতে পারেনি। চাল পাওয়ায় উপকার হয়েছে। অন্তত কয়েকদিন ঠিকমত খেতে পাবো।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'কয়েকজন জেলে ওই ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ না করায় তাঁরা ওই সময় চাল নিতে পারেনি। তাঁদের নামে বরাদ্দকৃত চাল ইউপি গুদামে মজুত ছিলো। এখন তাঁরা ইউপি ভবন থেকে চাল উত্তোলন করেছেন।'
৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে