যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে বের করে দিয়েছে স্বামী শরিফ মিয়া। এতে ওই নির্যাতিত নারী অসুস্থ হয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনা সরিষাবাড়ী উপজেলার পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের গুয়া বটতলা এলাকায় ঘটেছে। জানা গেছে ওই নির্যাতিত নারী সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা কাজিপুর উপজেলার চর গিরিশ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সুবাদ আলীর মেয়ে। গত তিন বছর পূর্বে তার বিয়ে হয় ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের গোয়া বটতলায় গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে শরীফ মিয়ার সাথে। বিয়ের পর হতেই যৌতুকের দাবিতে স্বামী সহ তার পরিবার নির্যাতন করে আসছে বলে অভিযোগ করেন শিখা। শিখা আক্তার আরও বলেন ,গত সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে শাশুড়ি বেদনা বেগম যৌতুকের দাবিতে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে এবিষয়টি স্বামী শরিফকে বলতে গেলে সেও তার মার সাথে একত্রিত হয়ে গালিগালাজ করে এবং মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে নির্যাতিত শিখা আক্তার নিরুপায় হয়ে একই এলাকায় তার নানা বাড়ীতে আশ্রয় নেয়। পরে এ সংবাদ পেয়ে শিখার বাবা সুবাদ আলী শশুর বাড়ী যান এবং মেয়েকে গুরুত্ব অসুস্থ দেখতে পেয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করান। বর্তমানে সেই চিকিৎসাধীন রয়েছে। বাবা সুবাদ আলী বলেন, আমার শশুর বাড়ী ধনবাড়ী বানিয়াজান এলাকায়। আমার শ্বশুরের অনুরোধেই মেয়েটিকে ওই এলাকায় বিয়ে দিয়েছিলাম। মেয়েটি বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার। গত তিন বছর হলো বিয়ে হয়েছে। এই তিন বছরের মধ্যে বেশ কয়েকবার সালিশ করেছি। আমরা সবসময় চেয়েছি মেয়েটি ওখানে সংসার করুক। কিন্তু ওই পরিবারটি খুবই লোভী এবং ঝগড়াটে প্রকৃতির মানুষ। তারা বিয়ের সময় ষাট হাজার টাকা যৌতুক নিয়েও আরো যৌতুকের দাবি করে আসছে। আমি গরিব মানুষ। তাই তাদের চাহিদা পূরণ করতে পারিনা। এজন্যই মেয়েটির উপর তারা অমানুষিক নির্যাতন করে। আমি এর প্রশাসনিক বিচার চাই।
এদিকে শরিফের বড় ভাই ফারুক মিয়ার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনছি ছোটভাই তার স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে বের করে দিয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. সীমান্ত সাহা বলেন অসুস্থ অবস্থায় শিখা নামে একজন নারী ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে