নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক ইসলামপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক

ইউপি চেয়ারম্যানের বাড়িতস্থ গ্রাম আদালত কক্ষে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃত স্কুলশিক্ষক-ইউপি মেম্বারসহ গ্রেপ্তার-১৪


জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে জুয়া খেলার দায়ে গ্রেপ্তারকৃত স্কুলশিক্ষক এবং ইউপি মেম্বারসহ ১৪ জনকে আদালতে সোপর্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায়  জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাত ১০টায় উপজেলার চিনাডুলী ইউপি চেয়ারম্যানের বসতবাড়িস্থ অস্থায়ী ইউপি কার্যালয়ের গ্রাম আদালত কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি-২ এর উপপরিদর্শক  (এসআই) আবু রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, ইউনিয়নের গুঠাইল এলাকার বাসিন্দা চিনাডুলী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) জহরুল ইসলাম (৫২), শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমুল বাশার (৫২), সেকেন্দার আকন্দের ছেলে খোকন উরুফে ভুট্টো আকন্দ (৪২), খাজা মিয়ার ছেলে আমীর হোসেন (৩৫), মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর (৪৩), তারু মিস্ত্রীর ছেলে মনু শেখ (৫১), খাজা মিয়ার ছেলে আনোয়ার আকন্দ (৩৫), ইনতাজ আলীর ছেলে বাবু শেখ (৩৫), মকবুল হোসেনের ছেলে আলমাস মিয়া (৩৬), শ্রী জিতেন দাশরে ছেলে শ্রী জীবন দাশ (৩৪), ফকির আলীর ছেলে জালাল আকন্দ (৪০), বাদশা আলীর ছেলে জিয়াউর (৩৮), আব্দুল সবুর আকন্দের ছেলে হোসাইন উরফে মুশাহিদ আকন্দ (৪০) এবং খশরু আকন্দের ছেলে সুমন আকন্দ (২২)।

জেলা ডিবি-২ এর এসআই আবু রায়হান বলেন,  চিনাডুলী ইউপির অস্থায়ী কার্যালয়ের একটি টিনসেড ঘরে দীর্ঘ দিন থেকে রমরমা জুয়ার আসর চলে আসছিল। গত শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে আমরা চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের বসতবাড়িস্থ ইউপির কার্যালয়ে অভিযান চালাই। এসময় জুয়া খেলার আসর থেকে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া, আকবর আলী, মিরাজ শেখ, ফকির আলীসহ অনেকেই বলেন, 'ইউপি কার্যালয়ে দীর্ঘদিন ধরে রাতের বেলায় জুয়া খেলার আসর বসিয়ে আসছে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। রাত যত গভীর হয়, জুয়াড়ির সংখ্যা ততই বৃদ্ধি হয়। চেয়ারম্যান আব্দুস সালাম নিজেও একজন বড় ধরনের জুয়াড়ি। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন বাদ দিয়ে নিজ কার্যালয়ে জুয়া খেলে আসছেন। ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জুয়া খেলার আসর চলায় আমরা হতভম্ব।'

হারুন অর রশীদ নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, 'চেয়ারম্যান আব্দুস সালাম তার কার্যালয় জুয়া খেলতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া দিয়ে আসছে। চেয়ারম্যান নিজেই একজন পেশাদার জুয়াড়ি। আমরা চেয়ারম্যানের হীনকর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।'

চিনাডুলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম বলেন, 'আমাদের কার্যালয়ে জুয়া খেলা হয় না। তবে স্থানীয় কিছু লোকজন সেদিন কার্যালয়ে বসে তাস খেলতে ছিল। মূলত আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমি আগে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ওঠে-পরে লেগেছে। আমি নির্দোষ।'

জেলা ডিবি শাখা-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, 'জুয়া খেলা নিরোধ আইনের মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।'

আরও খবর






ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৮ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে