জামালপুর-২ ইসলামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় আনন্দ মিছিলে অংশ নিয়েছেন।
শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে আনন্দ মিছিলে অংশ নেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাবেক ছাত্রলীগ নেতা এসএম শাহীনুজ্জামান শাহীন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র পরিচয়ে প্রার্থী হয়েছেন। গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান তাঁর প্রার্থিতা বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে, সেখানেও তাঁর প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্ট রিট আবেদন করেন তিনি। গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান শাহীন। প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আগমনের খবর জুমা নামাজের পর থেকে প্রিয় নেতা শাহীনকে একনজর দেখতে স্থানীয় অডিটোরিয়াম মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। পরে সেখানে বিকেলে স্বতন্ত্র প্রার্থী শাহীন হাজির হলে প্রিয় নেতা শাহীনকে সঙ্গে নিয়ে আনন মিছিল বের করেন নেতা-কর্মী ও সমর্থকরা।
সরেজমিনে দেখা যায়, ইসলামপুর উপজেলার অডিটোরিয়াম মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করে স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের সমর্থকরা। বাদ্য-বাজনাসহকারে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের সমন্বয়ে অনুষ্ঠিত মিছিলটি উপজেলা পরিষদ গেট হয়ে ইসলামপুর নিত্য বাজার, পুরাতন মার্কাস মসজিদ সড়ক ও সিরাজাবাদ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী শাহীনুজ্জামান শাহীন। এসময় 'শাহীন ভাই তুমি এগিয়ে চলে, আমরা আছি তোমার সাথে', 'শাহীন ভাই তোমার চিন্তা নাই, আমরা আছি লাখো ভাই' ইত্যোকার নানাবিধ স্লোগানে কম্পিত করে নেতা-কর্মীরা।
অনুষ্ঠিত সমাবেশে স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীন ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষক জাহাঙ্গীর আলম, সাবধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী নুর ইসলাম প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটারেরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সমাগম বেশি হওয়ায় এক পর্যায়ে সেটা আনন্দ মিছিলে রূপ নেয়।'
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গয়েজ টেস্ট বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করাকালে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন শাহীনুজ্জামান শাহীন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তাঁরা বাবা ডাক্তার খোরশেদুজ্জামান ট্রাস্ট্রের চেয়ারম্যান হিসেবে এলাকায় বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজ করে যাচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিত ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য জিয়াউল হক জিয়া, জাতীয় পার্টির মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিএনপির বহিস্কৃত নেতা
তৃণমূল বিএনপি মনোনীত অ্যাডভোকেট মো. হোসেন রেজা বাবু।
৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে