যশোরের অভয়নগরে বিএনপির ডাকা হরতাল উপেক্ষা করে শনিবার (২৯ অক্টোবর) সকালে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলন, পৌর কৃষকলীগের সভাপতি মিজান আকুঞ্জী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামাত দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চাইছে। তারা দেশে অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়। আমরা তাদের এসব ষড়যন্ত্র প্রতিহত করব।
বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীবাহিনী কর্তৃক সাংবাদিকদের উপর হামলা ও পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ওয়াদুদ শেখ, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিকাশ রায় কপিল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পি, মোল্যা আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, মহিলা সম্পাদক লায়লা খাতুন, প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক সফি কামাল, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সালাম, রিজাউল ইসলাম, রাশেদা খানম, রোকেয়া বেগমসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে সমাবেশ শেষে বিশাল মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে