যশোরের উপজেলার ঐতিহ্যবাহী সনামধন্য বিদ্যাপিঠ কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের এস এস সি -১৮ ব্যাচ এর পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে কম্পিউটার লিটল জুয়েলস স্কুল প্রাঙ্গণে এস এস সি -১৮ ব্যাচ এর শিক্ষার্থীদের আয়োজনে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উপলক্ষে সকাল থেকে সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুল মাঠ।
এস সি -১৮ ব্যাচ এর ছাত্র আলী আকবার রাফি এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, কম্পিউটার লিটল জুয়েলস স্কুল এর চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু, উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ মাহফুজা বেগম, নওয়াপাড়া মহিলা কলেজ এর অধ্যাপক মাহাবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উক্ত বিদ্যালয়ের এস এস সি ব্যাচ -১৮ এর ছাত্র তৌফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন শিক্ষিকা গীতা রত্না রানী।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রকাশ বৈদ্য সৈকত এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কেক কেটে ও সম্মাননা স্মারক প্রদান এর মাধ্যমে প্রথম অধিবেশন শেষ করা হয়। বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে