যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী পুড়াখালী ফকির বাগান ঈদগাহ ময়দানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬জানুয়ারি শুক্রবার) বেলা দুইটার সময় স্থানীয় সম্মানিত ইমাম সাহেবদের নেতৃত্বে গঠিত মাদক ও উচ্চে শব্দে গান বাজনা প্রতিরোধ কমিটির আয়োজনে কলেজ শিক্ষক, মোঃ ইবাদৎ হোসেনের সঞ্চালনায়, শ্রীধরপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এ্যাডঃ মোহাম্মদ নাসির উদ্দিন এর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুম্মার নামাজের পর থেকে দলে দলে মুসল্লিরা মাদকবিরোধী স্লোগান দিতে দিতে সমাবেশে জোর হতে থাকে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব, এ, কে, এম শামীম হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা অপরাধ থেকে দূরে থাকি, কোন অপরাধে জড়িত না হয়, আমার পরিবারের সদস্যরা কেউ যেন অপরাধের সাথে জড়িত না থাকে, সকলের প্রচেষ্টা থাকতে হবে। নিজের সন্তানদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পিতা-মাতার সজাগ দৃষ্টি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তারা কোথায় যাচ্ছে,কোথায় কি করছে।
সভাপতির বক্তব্যে এ্যাডঃ নাসির উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে সক্রিয় হতে হবে, আমাদের উন্নত মানুষ হতে হবে, একটা মাদকাসক্ত সমাজ কখনো উন্নত জাতি গঠনের সহায়ক ভূমিকা পালন করতে পারেনা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, যশোরের দারুল আরকাম মাদ্রাসার মুহাদ্দিস, জনাব মুক্তি মুফতি অহিদুর রহমান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন পুড়াখালী ফকির বাগান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল জনাব, আলহাজ্ব হাফেজ হযরত মাওলানা আশেক এলাহী।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন পাথালিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব জনাব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। বক্তব্য রাখেন এম, এম মনিরুজ্জামান সেলিম, সুপার- মথুরাপুর দাখিল মাদ্রাসা। আলহাজ্ব হযরত মাওলানা আজিজুল হক, মুহতামিম-শ্রীধরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও সভাপতি ৫নং শ্রীধরপুর ইউনিয়ন ইমাম পরিষদ । সমাবেশে বক্তব্য রাখেন উক্ত মাদক ও গান-বাজনা প্রতিরোধ কমিটির আহবায়ক জনাব, জুলফিকার আলী এরশাদ।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের মসজিদের সম্মানিত ইমামগণসহ উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম কাশেমী । উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ইউপি সদস্য জনাব মফিজ উদ্দিন মোড়ল, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে