যশোরের অভয়নগর উপজেলায় পুড়াখালী গ্রামে বাওড়কুল এলাকায় দিনমজুর মোঃ মুয়াজ্জেম মেড়োলের বাড়িতে রবিবার গভীর রাতে দূর্ধষ চুরি সংঘটিত হয়। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে যায় চোরচক্র।
দিনমজুর মোয়াজ্জেম মোড়ল বলেন, রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর পরে আবার রাত ১টার দিকে আমার মটর চালিত ভ্যান গাড়ি চার্জ দিয়ে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ি, সেই সুযোগে একদল চরচক্র আমার ঘরে হানা দেয়। সকালে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখি ঘরের বারান্দায় রাখা মোটর চলিত ভ্যান তালা ভেঙে নিয়ে গেছে। আমি পরিবার নিয়ে পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম। অন্য ঘরের তালা ভেঙে ঢুকে বাক্সের তালা ভেঙ্গে আমার দীর্ঘদিনের সঞ্চিত সহায় সম্বল যা কিছু ছিল যেমন- স্বর্ণালংকার, গলার সোনার চেইন, কানের দুল, নাকফুল লকেট ও নগদ টাকা পয়সা নিয়ে যায় । মোয়াজ্জেমে স্ত্রী রহিমা বেগম জানান কিভাবে তালা ভেঙ্গে ঘরে ঢুকলো ভ্যান নিয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। সরজমিন গিয়ে দেখা যায় মোয়াজ্জেমের বাড়িতে প্রতিবেশীদের ভিড় , মোয়াজ্জেম একজন গরিব মানুষ দিনমজুর তার একমাত্র আয় এর উৎস ভ্যান গাড়ি, সেটা চালিয়ে কোন মতে সংসার চালিয়ে থাকে। এখন সে নিঃস্ব হয়ে গেল। স্থানীয়রা জানান এই ধরনের চুরি এলাকায় প্রায় ঘটছে। এর একটা প্রতিকার হওয়া উচিত। স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মুটো ফোনে জানান বিষয়টি আমার জানা নাই। ভুক্তভোগী মোয়াজ্জেম জানান থানায় এখনো কোন মামলা হয়নি।
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে